Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

কারিগরী সমস্যা সমূহঃ

গৃহীত পরিকল্পনা

১নিম্নে উল্লেখিত স্থানে ২টি নতুন উপকেন্দ্র নির্মানঃ

 

ক) কাঠালিয়া ১০ এমভিএ ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মান।

আরইডিডিপি-১ এর প্রকল্পের আওতায় উপকেন্দ্রর ভূমি       

      অধিগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

 

খ) পাঁচদোনা ১০ এমভিএ ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মান।

আরইডিডিপি-১ এর প্রকল্পের আওতায় উপকেন্দ্রর ভূমি      

    অধিগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে

(খ)১১ কেভি লাইন নির্মানঃপবিস এর বিদ্যমান উপকেন্দ্র হইতে যে সকল ১১ কেভি ফিডার চালু আছে উক্ত ফিডার গুলির মধ্যে ৬টি ফিডার ওভার লোডেড অবস্থায় রহিয়াছে। এমতাবস্থায় নতুন ২ টি ১১ কেভি ফিডার এর জন্য    ৫কিলোমিটার নতুন লাইন তৈরি করিতে হইবে।

আরইডিডিপি-১ এর প্রকল্পের আওতায় প্রক্রিয়াধীন রয়েছে।

(গ) বিতরণ ট্রান্সফরমার আপগ্রেড করণঃ

ক্রমবর্ধমানভাবে আবাসিক ও বাণিজ্যিক ব্যবহার বৃদ্ধি পাওয়ায় স্থাপিত ৭২২০টি বিতরন ট্রান্সফরমার এর মধ্যে প্রায় ১০০০ টি ওভারলোড অবস্থায় রহিয়াছে। উহা পর্যায়ক্রমে আপগ্রেড করা হইলে ট্রান্সফরমার বিনষ্ট হওয়ার সংখ্যা ব্যাপক ভাবে হ্রাস পাইবে এবং কারিগরী লস হ্রাস পাইবে।

১) বিভিন্ন সাইজের ট্রান্সফরমার ক্রয়ের লক্ষ্যে পবিবোর্ড- এ চাহিদা প্রেরণ করা হইয়াছে।

 

২) মালামাল প্রাপ্তির পর অগ্রাধিকার ভিত্তিতে আপগ্রেড করণের কাজ করা হইবে।

(ঘ) পূর্ত নির্মান কাজঃঅত্র পবিস এর ঘোড়াশাল জোনাল অফিসের কর্মকর্তা/কর্মচারীদের অফিস কার্যক্রম সুষ্ঠ ও স্বাভাবিকভাবে পরিচালনার স্বার্থে উক্ত জোনাল অফিস ক্যাম্পাসে ডেসা হইতে অধিগৃহীত একতলা অফিস ভবনটি (জরাজীর্ন) ভাঙ্গিয়া তদস্থলে ৩য় তলা বিশিষ্ট ভবন নির্মান করা প্রয়োজন।

১) প্রশাসনিক অনুমোদন পাওয়া গিয়াছে।

 

২) পবিস নির্দেশিকা ১০০-৫৭ অনুযায়ী  পূর্ত নির্মান কাজের সিডিউল, ড্রয়িং, ডিজাইন প্রস্ত্তত সহ পূর্ত নির্মান কাজ সুপারভিশন করার লক্ষ্যে  পবিবোর্ডের তালিকাভূক্ত পূর্ত উপদেষ্টা প্রতিষ্ঠান হইতে পূর্ত উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।